দেশজুড়ে

রাঙ্গামাটিতে আরও ১০ জনের করোনা শনাক্ত, মোট ৫৬

রাঙ্গামাটিতে নতুন করে আরও ১০ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৬ জনে।

Advertisement

শনিবার (২৩ মে) রাতে রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাত সাড়ে ১১টায় চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবস্থিত বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) থেকে যে ৩৯ জনের পরীক্ষা করে দুজনের রিপোর্ট পজিটিভ এসেছে। বাকি ৩৭ জনের রিপোর্ট নেগেটিভ। এদিকে রাত ১২টায় চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে আসা মোট ৪৬টি রিপোর্টের মধ্যে ৮টি পজিটিভ ও ৩৮টি নেগেটিভ এসেছে।

প্রসঙ্গত, এই ১০ জনসহ রাঙ্গামাটিতে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৬ জন। এর আগে ৬ মে প্রথমবারের মতো করোনা আক্রান্ত হন ৪ জন। এরপর ১২ মে ১ জন, ১৩ মে ৯ জন, ১৪ মে ১১ জন, ১৬ মে ১ জন, ১৯ মে ১৭ জন, ২২ মে ৩ জন করোনায় আক্রান্ত হয়।

Advertisement

সাইফুল/এমএসএইচ