জাতীয়

কেরানীগঞ্জে আরও ১৮ জন করোনায় আক্রান্ত, মোট ৪৩৪

আসাদুজ্জামান সুমনঢাকার কেরানীগঞ্জ উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ফলে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩৪ জনে। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৩ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ জন।

Advertisement

শনিবার (২৩ মে) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন এসব তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার রাত ১২টা পর্যন্ত বিভিন্ন সময়ে আসা পরীক্ষার ফলাফলে নতুন করে ওই ১৮ জনের শরীরে সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়েছেন।

এ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, ২৩ থেকে ৭০বছর বয়সী এসব আক্রান্তরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩৪ জনে। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৩ জনের।

Advertisement

নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ডা. মোবারক জানান, এ উপজেলায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে ইতিমধ্যে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে ও প্রয়োজনীয় অন্যান্য পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৪৫২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৮৭৩ জন। এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২ হাজার ৭৮ জনে।

এফআর/জেআইএম

Advertisement