দেশজুড়ে

জয়পুরহাটে করোনার উপসর্গ নিয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু

জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের ছিটহরিপুর গ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

Advertisement

গতকাল শুক্রবার (২২ মে) রাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে শনিবার (২৩ মে) সকালে তার নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

ভাদসা ইউনিয়নের চেয়ারম্যান স্বাধীন সরোয়ার বলেন, গত ১৫ দিন ধরে শ্বাসকষ্ট, গলাব্যথা ও জ্বরে ভুগছিলেন ওই ইটভাটা শ্রমিক। স্থানীয় ফার্মেসি থেকে জ্বরের ওষুধ খেয়েছিলেন। তিনদিন আগে ধামুইরহাট উপজেলার একটি ক্লিনিকে চিকিৎসক দেখান তিনি। তিনি অ্যাজমায় আক্রান্ত বলেছেন চিকিৎসক। এরই মধ্যে শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

জয়পুরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা তুলসী রায় বলেন, শনিবার সকালে স্বাস্থ্য বিভাগের লোকজন তার নমুনা সংগ্রহ করেছে। তিনি দীর্ঘদিন থেকে শ্বাসকষ্টে ভুগছিলেন। পরীক্ষার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না।

Advertisement

রাশেদুজ্জামান/এএম/জেআইএম