রাজনীতি

করোনাভাইরাস মোকাবিলায় টেস্টিং আরও বাড়াতে হবে : জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় টেস্টিং আরও বাড়াতে হবে। প্রতিটি ঘরের মানুষ প্রয়োজন মনে করলে যেন করোনা পরীক্ষা করাতে পারে সে ব্যবস্থা করতে হবে। টেস্টিং বাড়ালেই বোঝা যাবে করোনা সংক্রমণ কোন পর্যায়ে আছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়া সম্ভব হবে।

Advertisement

শনিবার (২৩ মে) রাজধানীর পুরান ঢাকার আর্মানিটোলা এলাকায় মাহুততুলী প্রাথমিক বিদ্যালয় মাঠে পার্টির সাংগঠনিক সম্পাদক তারেক এ আদেলের উদ্যোগে এক হাজার হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ কর্মসূচিতে অংশ নিয়ে গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, দেশের প্রতিটি সরকারি হাসপাতালে করোনা ইউনিট সৃষ্টি করতে হবে। যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা চিকিৎসা সেবা পায়। করোনাকালে কেউই যেন সেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, বেসরকারি হাসপাতালগুলোতেও করোনা চিকিৎসা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে আইন করে হলেও বেসরকারি উদ্যোগকে করোনা মোকাবিলায় বাধ্য করতে হবে।

Advertisement

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, শুধু লকডাউন নিয়ে ভাবলেই হবে না, হতদরিদ্র মানুষের জীবন-জীবিকা নিয়েও ভাবতে হবে।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির সভাপতি ইসাহাক ভূইয়া, জাতীয় পার্টির তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম, যুবনেতা জিল্লুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এইউএ/এমএফ/পিআর

Advertisement