লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরও এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়।
Advertisement
সিভিল সার্জন বলেন, জেলায় আরও একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। তার বয়স ৩৫ বছর।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নতুন করে আরও এক চিকিৎসকের গত ১৬ মে নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। শুক্রবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে জেলায় মোট ২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হলো। এদের মধ্যে পাচঁজন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউল হাসান বলেন, ওই চিকিৎসক বদলি হয়ে গতকাল শুক্রবার (২২ মে) ফরিদপুর মেডিকেল কলেজে যোগদান করেছেন। তার করোনা পজিটিভ হওয়ায় তিনি এখন নিজ বাড়ি রাজবাড়ীতে অবস্থান করছেন।
Advertisement
রবিউল হাসান/আরএআর/এমএস