দেশজুড়ে

করোনার উপসর্গ নিয়ে খুলনায় একজনের মৃত্যু

খুলনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আফজাল হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৩ মে) সকাল ৬ টার দিকে তার মৃত্যু হয়। আফজাল হোসেনের বাড়ি নগরীর বসুপাড়া আজাদ লন্ড্রির মোড়ে। তিনি জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

Advertisement

খুমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আফজাল হোসেন গত বৃহস্পতিবার (২১ মে) হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা পরীক্ষা করা হবে। এজন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

আলমগীর হান্নান/আরএআর/এমএস

Advertisement