দেশজুড়ে

রাঙ্গামাটিতে নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত

রাঙ্গামাটিতে নতুন করে আরও তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৬ জন। শুক্রবার (২২ মে) রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডি ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় থেকে আসা মোট ৪৫ জনের রিপোর্টের মধ্যে তিনজনের পজিটিভ এবং ৪২ জনের নেগেটিভ এসেছে।

Advertisement

রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন করে শনাক্ত হওয়া তিন করোনা রোগীর একজন রাঙ্গামাটি শহরের এবং বাকি দুজন নানিয়ারচর ও কাউখালী উপজেলার বাসিন্দা। রাঙ্গামাটি শহরের আক্রান্ত ব্যক্তি শহরের অ্যালায়েন্স হাসপাতালের কর্মী। প্রসঙ্গত, নতুন তিনজনসহ জেলায় এখন মোট আক্রান্তের সংখ্যা ৪৬ জন। এর আগে ৬ মে রাঙ্গামাটিতে প্রথমবারের মতো করোনা আক্রান্ত হন চারজন। এরপর ১২ মে একজন, ১৩ মে ৯ জন ,১৪ মে ১১ জন , ১৬ মে একজন, ১৯ মে ১৭ জন এবং ২২ মে তিনজন আক্রান্ত হন।

সাইফুল/আরএআর/এমএস

Advertisement