দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলে অবস্থিত দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডে করোনাভাইরাস পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তুলে নেয়া হয়েছে লকডাউন। কিন্তু এ ভাইরাসের জেরে লকডাউনে দেশটির পর্যটন খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। দেশটির অর্থনীতিতে পর্যটন থেকে আসে ১০ শতাংশ অর্থ। পর্যটন শিল্প এই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Advertisement
কিন্তু এই করোনার কারণে আগামী কয়েক মাস দেশটিতে বিদেশি পর্যটকদের যাওয়ার সম্ভাবনা খুবই কম। এমন অবস্থায় পর্যটন চাঙা করতে দেশের মানুষকেই ভ্রমণের সুযোগ দেয়ার কথা ভাবছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।
কিন্তু কী সেই সুযোগ? গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আভাস দিয়েছেন যে, দেশে ছুটির বিধান হবে তিন দিন। অর্থাৎ কোনও সংস্থার কর্মীকে সপ্তাহে মাত্র চারদিন কাজ করতে হবে।
বুধবার ফেসবুক লাইভে নিজের মতামত জানান প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। জেসিন্ডা জানান, বেশিরভাগ ক্ষেত্রে সপ্তাহে তিনদিন ছুটি দেয়ার পক্ষে তিনি। আর সেটা পর্যটন শিল্পকে চাঙা করার জন্য। ছুটি পেলে মানুষ ঘুরতে যাবে। ফলে পর্টন শিল্প কিছুটা অক্সিজেন পাবে।
Advertisement
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে নিউজিল্যান্ডে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫০৪ জন। এ ভাইরাসে মারা গেছেন মাত্র ২১ জন। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৫ জন।
জেডএ/এমএস