করোনাভাইরাসে বিপর্যস্ত মানুষদের সাহায্যার্থে তহবিল সংগ্রহে রোজা রেখে হাঁটছেন ১০০ বছর বয়সী ব্রিটিশ বাংলাদেশি দবিরুল ইসলাম চৌধুরী। এর মাধ্যমে তিনি এখন পর্যন্ত প্রায় দুই কোটি টাকা সংগ্রহ করেছেন। তার এ অবদানের জন্য শুক্রবার (২২ মে) এক বার্তায় তাকে ধন্যবাদ জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন।
Advertisement
নিজেদের ফেসবুক পেজে ব্রিটিশ হাইকমিশন যুক্তরাজ্যের ফরেন অফিসের বরাত দিয়ে জানায়, ১০০ বছর বয়সী ব্রিটিশ বাংলাদেশি দবিরুল ইসলাম চৌধুরী ক্যাপ্টেন স্যার টম মুরের থেকে অনুপ্রাণিত হয়ে লন্ডনে তার বাড়ির সামনে বাগানে হেঁটে গত ২৬ দিনে জোগাড় করেছেন এক লাখ ৮৫ হাজার পাউন্ড (বাংলাদেশি প্রায় দুই কোটি টাকা)।
হাইকমিশন জানায়, বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত মানুষের সহায়তায় এই অর্থ ব্যয় করা হবে। দবিরুল ইসলাম চৌধুরীকে আন্তরিক ধন্যবাদও জানায় ব্রিটিশ হাইকমিশন।
পূর্ব লন্ডনের বাসিন্দা দবিরুল ইসলাম চৌধুরীর ঘুরে ঘুরে এই অর্থ সংগ্রহের খবর বিশ্ব গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এরপর থেকে তিনি সবার নজরে আসেন।
Advertisement
দবিরুল ইসলাম চৌধুরী ১৯২০ সালের ১ জানুয়ারি বাংলাদেশের সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। তারপর ইংরেজি সাহিত্য পড়ার উদ্দেশে ১৯৫৭ সালে লন্ডনে পাড়ি জমান। পড়াশোনা শেষে ওই দেশেই স্থায়ীভাবে বসবাস করছেন।
যুক্তরাজ্যের সবচেয়ে বয়স্ক মানুষদের একজন দবিরুল ইসলাম। পূর্ব লন্ডনের সেইন্ট আলবানসের বাসিন্দা তিনি। একসময় কমিউনিটি নেতা ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় দেশের জন্য তহবিল সংগ্রহ করেছিলেন তিনি। কিন্তু সরকার কর্তৃক জারি নিষেধাজ্ঞার কারণে প্রায় দুই মাস ছিলেন ঘরবন্দি।
জেপি/বিএ
Advertisement