দেশজুড়ে

ডাক্তারকে জুতাপেটা

টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসা নিতে আসা শিশুর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই চিকিৎসককে জুতাপেটা করেছেন। শুক্রবার (২২ মে) দুপুরে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

Advertisement

অভিযুক্ত সুবোধ কুমার দাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা। শ্লীলতাহানির শিকার শিশুটি বাসাইল পৌরসভার বালিনা গ্রামের বাসিন্দা।

ভিকটিমের পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, কানব্যথা শুরু হলে শুক্রবার সকালে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার মা। সেখানের জরুরি বিভাগে কর্তব্যরত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা সুবোধ কুমার দাস শিশুটির কানে চিকিৎসা দেয়ার জন্য প্রাথমিক পরীক্ষা করেন।

আউটডোরে রোগী দেখাতে হলে টাকা লাগে- এমন অজুহাতে শিশুর মায়ের কাছে পাঁচ টাকা দাবি করেন সুবোধ কুমার দাস। এ সময় শিশুটির মা টাকা ভাঙাতে হাসপাতালের বাইরে যান। এ সুযোগে শিশুটির শ্লীলতাহানি করেন ওই চিকিৎসক।

Advertisement

শিশুটির মা হাসপাতালে ফিরে এলে শ্লীলতাহানির কথা জানায় শিশুটি। এ নিয়ে শিশুটির মা প্রতিবাদ করলে হাসপাতালে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে শিশুর পরিবারের সদস্যরা হাসপাতালে আসেন। সেই সঙ্গে বিক্ষুব্ধ জনতা ওই চিকিৎসককে জুতাপেটা ও মারধর করেন। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন নাহার ঘটনাস্থলে যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান বলেন, অভিযুক্ত ওই কর্মকর্তাকে বদলির ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই কর্মকর্তাকে জুতাপেটা করেছেন।

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুন নাহার স্বপ্না বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেছি। তবে অভিযোগকারী লিখিত অভিযোগ দেননি। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন বলেছেন।

আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম

Advertisement