করোনাভাইরাসের সংক্রমণরোধে ও সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অকারণে ঘোরাফেরা নিয়ন্ত্রণ ও নির্ধারিত সময়ের পরও দোকান খোলা-বন্ধে রাজধানী জুড়ে অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
Advertisement
অভিযানে সর্বমোট ৩৫টি মামলায় ৩৫টি দোকানে এক লাখ ৭ হাজার টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা যায়, মানুষ যাতে অহেতুক বাইরে না আসেন এবং নির্ধারিত সময়ের পর যাতে দোকানপাট বন্ধ থাকে সেজন্য শুক্রবার (২২ মে) ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ঢাকা মহানগরের বিভিন্ন থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় রমনা বিভাগে ৪টি দোকানে ৩৯ হাজার টাকা, মতিঝিল বিভাগে ১২টি দোকানে ৩২ হাজার টাকা, তেজগাঁও বিভাগে ১০টি দোকানে ১২ হাজার টাকা এবং গুলশান বিভাগে ৯টি দোকানে ২৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
জেইউ/এফআর/পিআর