দেশজুড়ে

জামালপুরের হতদরিদ্রদের ত্রাণ দিল বিজিবি

জামালপুরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিজিবি। এ ত্রাণ বিতরণ কার্মসূচির আয়োজন করে জামালপুর ৩৫ বিজিবি।

Advertisement

শুক্রবার দুপুরে শহরের বানিয়া বাজার উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবির সেক্টর সদর দফতর ময়মনসিংহের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনিসুর রহমান।

সেক্টর কমান্ডার কর্নেল মো. আনিসুর রহমান বলেন, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বিপদে পড়া মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী মানুষের সাহায্যার্থে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে । আগামী দিনগুলোতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজিবির বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চার কেজি চাল, দুই কেজি ডাল, চার কেজি আটা, ৫০০ গ্রাম লবণ। এ সময় উপস্থিত ছিলেন ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম আজাদ, জামালপুরের পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, কাউন্সিলর জামাল পাশা, প্রেস ক্লাবের সভাপতি এম এ জলিল।

Advertisement

এএম/জেআইএম