কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৬৩ জন। নতুন করে আক্রান্তদের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাতজন, কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার দুইজন, আদর্শ সদরের একজন, সদর দক্ষিণের পাঁচজন, মনোহরগঞ্জের দুইজন, চৌদ্দগ্রামের একজন ও মুরাদনগরের ১৬ জন রয়েছেন। এ সময়ে সুস্থ হয়েছেন চারজন।
Advertisement
শুক্রবার (২২ মে) বিকেলে কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, এ পর্যন্ত জেলা থেকে মোট ৬ হাজার ৪১৯ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেছে ৫ হাজার ৮৪৫ জনের। এতে মোট ৪৬৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণে জেলায় এ পর্যন্ত মারা গেছেন মোট ১৭ জন। আর ৮৭ জন সুস্থ হয়েছেন।
কামাল উদ্দিন/আরএআর/পিআর
Advertisement