জাতীয়

‘ভালবাসার বক্স’ হাতে করোনা আক্রান্ত সাংবাদিকের ঘরে পুলিশ

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত সাংবাদিকদের ঘরে ‘ভালবাসার বক্স’ উপহার পাঠিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। করোনার বিরুদ্ধে সামনের সারির এই যোদ্ধাদের মনোবল চাঙা রাখতেই ‘ভালবাসার বক্স’ মোড়কে এই ঈদ উপহার পাঠাল পুলিশ।

Advertisement

শুক্রবার (২২ মে) চট্টগ্রামে আক্রান্ত ৯ সাংবাদিকের পরিবারে এসব উপহার পাঠিয়েছে পুলিশের থানা কোতোয়ালী ইউনিট।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘এই দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের তথ্যের চাহিদা পূরণ করছেন সাংবাদিক। আমাদের তথ্য জানাতে গিয়েই তারা আজ করোনা আক্রান্ত। তাই ভালবাসার এসব মানুষদের জন্য এই ভালবাসার বক্স।’

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামে এ পর্যন্ত ৯ সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এসব পরিবার এখন লকডাউন অবস্থায় আছে। ঘরের মূল ব্যক্তি অসুস্থ এবং পুরো পরিবার অবরুদ্ধ থাকায় এসব পরিবারের জন্য ঈদ উপহার পাঠিয়েছে পুলিশ।

Advertisement

পুলিশ জানায়, করোনা আক্রান্ত সাংবাদিকদের পরিবারের পাশে থাকবে পুলিশ। তাদের যেকোনো প্রয়োজনে পুলিশ অগ্রাধিকার ভিত্তিতে সাড়া দেবে।

এফআর/জেআইএম