ধাঁধা : নিচের শূন্যস্থানে (* চিহ্ন দিয়ে দেখানো হয়েছে) কী বসালে মধ্যের কথাটি প্রথম কথা ও শেষের কথার সঙ্গে অর্থবহ হবে? উদাহরণ : হংস * * * কবিতা। উত্তর হবে বলাকা ; হংস বলাকা এবং বলাকা কবিতা।জল * * * প্রদেশচার * * * ঘড়িআম * * * বাড়িকাল * * * শাসিতবাগান * * * ব্যসনউত্তর : বিহার, দেয়াল, বাগান, পুরুষ, বিলাস।এইচএন/পিআর
Advertisement