আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আরও ২৮ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১৪১৮

যুক্তরাষ্ট্রে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।

Advertisement

ওয়ার্লওমিটারের পরিসংখ্যান বলছে, দেশটিতে আরও ২৮ হাজার ১৭৯ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে। গত কয়েকদিনের তুলনায় আক্রান্তের সংখ্যা অনেক বেড়েছে। অপরদিকে মারা গেছে ১ হাজার ৪১৮ জন।

আগের দিনের হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ২২ হাজার ১৪০ এবং মারা গেছে ১ হাজার ৪০৩ জন।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

Advertisement

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। অন্যান্য দেশের তুলনায় সেখানে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৬ লাখ ২০ হাজার ৯০২ জন। এর মধ্যে মারা গেছে ৯৬ হাজার ৩৫৪ জন।

দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৮২ হাজার ১৬৯। বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১১ লাখ ৪২ হাজার ৩৭৯টি। এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৭ হাজার ৯০২ জন।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে করোনায় সবচেয়ে বিপর্যস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্য। সেখানে করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬৬ হাজার ৩৫৭ জন। এর মধ্যে মারা গেছে ২৮ হাজার ৮৮৫ জন।

Advertisement

এদিকে, নিউ জার্সিতে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৪১ জন। এর মধ্যে মারা গেছে ১০ হাজার ৮৫২ জন।

ইলিনয়েস অঙ্গরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৬৮৬ জন। অপরদিকে মারা গেছে ৪ হাজার ৬০৭ জন।

ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে আক্রান্ত ৯০ হাজার ৮৪ জন এবং মারা গেছে ৬ হাজার ১৪৮ জন। অপরদিকে ক্যালিফোর্নিয়ায় আক্রান্ত ৮৮ হাজার ২০১ এবং মারা গেছে ৩ হাজার ৬১৯ জন।

টিটিএন/এমএস