অর্থনীতি

অনলাইন মার্কেটিং ওয়েবসাইট যুব পাইকারিসেল ডটকমের যাত্রা শুরু

যুব উদ্যোক্তাদের অনলাইন মার্কেটিং ওয়েবসাইট যুব পাইকারিসেল ডটকমের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

Advertisement

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর মতিঝিলে যুব উন্নয়ন অধিদফতরের সম্মেলন কক্ষে যুব উদ্যোক্তাদের এ অনলাইন মার্কেটিং ওয়েবসাইট উদ্বোধন করা হয়। যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক আখতারুজ্জামান কবীরের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, যুব পাইকারিসেল ডটকম যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য প্রাপ্তি নিশ্চিত এবং ট্রেডিংয়ের দুর্ভোগ কমানোর একটি যথাযথ প্লাটফর্ম হতে যাচ্ছে। এটির মাধ্যমে যুব উন্নয়ন অধিদফতরের দেশের মানুষের কল্যাণে কাজ করার একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো।

তিনি বলেন, যুবদের উন্নয়নে এমন একটি সৃজনশীল উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণের জন্য আমি যুব উন্নয়ন অধিদফতরকে ধন্যবাদ জানাই। এ প্লাটফর্ম ব্যবহার করে যুব উদ্যোক্তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ফলমূল, শাকশবজি ন্যায্যমূল্যে বিক্রি করবেন। প্রাথমিক পর্যায়ে আম-লিচু দিয়ে এ সামাজিক ব্যবসাটি শুরু হবে। আশা করি বিক্রেতা ন্যায্যমূল্য পাবেন এবং ক্রেতাও ন্যায্যমূল্যে মানসম্মত পণ্য কিনতে পারবেন। জনগণের কল্যাণে যুব উন্নয়ন অধিদফতর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা দেবে। আমি যুব পাইকারি ডটকমের সার্বিক সাফল্য কামনা করছি।

Advertisement

অনুষ্ঠানে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এমইউএইচ/এমএসএইচ/এমএস