ক্রিকেটে ভাইদের একইসঙ্গে খেলার নজির আছে ভুরি ভুরি। নিউজিল্যান্ড দলেও একসঙ্গে কদিন আগেও খেলেছেন সহোদর-ব্রেন্ডন ম্যাককালাম আর নাথান ম্যাককালাম। কিউই দলের বর্তমান অধিনায়ক কেন উইলিয়ামসনের তো আছে জমজ ভাই। তিনিও কি ক্রিকেট খেলেন?
Advertisement
আজ (বৃহস্পতিবার) তামিম ইকবালের ফেসবুক লাইভে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। সেখানেই এক কথা দুই কথার ফাঁকে পারিবারিক প্রসঙ্গ উঠে আসে কিউই দলপতির।
তামিমই জানতে চেয়েছিলেন, উইলিয়ামসনের জমজ ভাইয়ের ব্যাপারে। টাইগার ওপেনার প্রশ্ন করেন, ‘অনেকেই হয়তো জানে না, তোমার জমজ ভাই আছে। সে কি করে? ছোটবেলায় একসঙ্গে দুজনের ক্রিকেট খেলা হয়েছে? এখন সে কি কাজ করে? সে কি ক্রিকেট খেলে?’
জবাবে উইলিয়ামসন বলেন, ‘না, সে খেলে না। সে একজন অ্যাকাউন্টেন্ট। সে চাকরি করে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাও করে। সে ঘুরতে পছন্দ করে। খেলাধুলার সাথে জড়িত নয়। তবে ছোটবেলায় আমরা একসঙ্গে ক্রিকেট খেলেছি। যদিও তার অন্য কিছুতে আগ্রহ। যেটা দারুণ ব্যাপার।’
Advertisement
যেহেতু সমবয়সী, জমজ ভাই বা বোনের মধ্যে সম্পর্কটা সবসময়ই দারুণ থাকে। উইলিয়ামসনের বেলায়ও ব্যতিক্রম নয়। কিউই অধিনায়ক যোগ করেন, ‘জমজ হিসেবে খুব মজা করেই বড় হয়েছি আমরা। তার সাথে সময়টা সবসময়ই দারুণ কাটে।’
এমএমআর/আইএইচএস/