দেশজুড়ে

রাজশাহীতে করোনা আক্রান্ত বেড়ে ৪৮৫

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৫ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৬ জনের। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

তিনি বলেন, বিভাগের আট জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪৮৫ জনের। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪৬ জন। করোনায় প্রাণ গেছে তিনজনের। তবে করোনাজয় করে ঘরে ফিরেছেন ৯৬ জন।

ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, বিভাগে করোনার হটস্পট জয়পুরহাট জেলায় সব মিলিয়ে করোনা শনাক্ত হয়েছে ১১৬ জনের। গত ৪৮ ঘণ্টায় এই জেলায় করোনা শনাক্ত হয়েছে একজনের। জেলার ১১০ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন। করোনাজয় করে ঘরে ফিরেছেন ৩৩ জন।

বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে বগুড়ায় ১১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৭ জনের। এখানকার ২৪ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। করোনাজয় করেছেন বগুড়ার ১৬ জন।

Advertisement

নওগাঁয় বিভাগে তৃতীয় সর্বোচ্চ ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই জেলায় করোনা শনাক্ত হয়নি। করোনা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন চারজন। এরই মধ্যে সুস্থ হয়েছেন ৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে নাটোরে। এই জেলায় করোনা আক্রান্ত দাঁড়িয়েছে ৪৮ জনে। এখানকার কোনো রোগী এখনও হাসপাতালে ভর্তি হননি। করোনায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন নাটোরের একজন।

গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্ত হয়েছে চারজনের। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ৪৬ জনে দাঁড়িয়েছে। এখানকার তিনজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। করোনাজয় করেছেন দুইজন।

নতুন আটজনের করোনা শনাক্ত হওয়ায় রাজশাহী জেলায় আক্রান্ত দাঁড়াল ৩১ জনে। এখানকার চার করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন। করোনাজয় করেছেন জেলার সাতজন। এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন রাজশাহীর একজন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় পাবনায় একজনের করোনা ধরা পড়েছে। এ নিয়ে সেখানকার করোনা আক্রান্ত দাঁড়িয়েছে ২৬ জনে। তবে সিরাজগঞ্জে নতুনভাবে আর করোনা শনাক্ত হয়নি। এ পর্যন্ত সিরাজগঞ্জে ১৯ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে সিরাজগঞ্জে তিনজন এবং পাবনায় একজন করোনাজয় করেছেন। এছাড়া করোনায় সিরাজগঞ্জে একজনের প্রাণ গেছে।

ফেরদৌস সিদ্দিকী/এএম/এমকেএইচ