বেসরকারি টেলিভিশন এনটিভির যুগ্ম বার্তা সম্পাদক এম এম আনিসের বাবা মো. শামছুল হক (৭৭) করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বৃহস্পতিবার (২১মে) বিকেল তিনটা ২০ মিনিটে তিনি ঢাকায় মারা যান। তিনি হৃদরোগেও ভুগছিলেন।
Advertisement
মো. শামসুল হক সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানঘরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক পরিষদের সাবেক সহ-সভাপতি। ১৯৭৮ সাল থেকে তিনি ২০০০ সাল পর্যন্ত তিনি এই স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। আগামীকাল (২২ মে) শুক্রবার সকাল ১০ টায় রায়গঞ্জ পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।
প্রসঙ্গত, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এনটিভির যুগ্ম বার্তা সম্পাদক এম এম আনিস নিজেও কারোনা পজেটিভ।
এইচএস/এসএইচএস/এমকেএইচ
Advertisement