জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস বিভাগের ছয় কর্মকর্তা প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দু’জন রাজস্ব কর্মকর্তা (আরও) ও চারজন সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও)।
Advertisement
বৃহস্পতিবার (২১ মে) এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম কাস্টম হাউজে দু’জন রাজস্ব কর্মকর্তা ও দু’জন সহকারী রাজস্ব কর্মকর্তা, আইসিডি কমলাপুরে এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও পশ্চিম ভ্যাট কমিশনারেটে এক সহকারী রাজস্ব কর্মকর্তা রয়েছেন।
আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম কাস্টম হাউজের এক রাজস্ব কর্মকর্তা হাসপাতালে ভর্তি আছেন। এক রাজস্ব কর্মকর্তা ও ৪ সহকারী রাজস্ব কর্মকর্তা বাসায় চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বেশ কয়েকজন উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টাইনে আছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Advertisement
আক্রান্তের সার্বিক বিষয় জানতে চাইলে বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ মুসফিকুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত ৬ কর্মকর্তা আক্রান্ত হয়েছে। তাঁদের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। কর্মকর্তারা সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যেও দেশের অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন।’ কর্মকর্তাদের পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী প্রয়োজন বলে তিনি জানান।
এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস (কোভিড-১৯), যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ফলে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৪০৮ জন মারা গেলেন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৭৭৩ জন, এটিও একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮ হাজার ৫১১ জনে।
এসআই/এফআর/এমকেএইচ
Advertisement