গণমাধ্যম

ঈদের ছুটি ৬ দিন নয়, ৫ দিন : নোয়াব

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্র ছয়দিন বন্ধ থাকবে বলে ঘোষণা দেয়ার পর বৃহস্পতিবার (২১ মে) আবার নতুন সিদ্ধান্ত দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

Advertisement

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঈদুর ফিতরের ছুটি পাঁচদিন হবে। এজন্য ২৩-২৭ মে পর্যন্ত সংবাদপত্র বন্ধ থাকবে। এর আগে ২৮ মে পর্যন্ত ছয়দিন বন্ধ থাকার ঘোষণা দেয়া হয়েছিল।

বৃহস্পতিবার (২১ মে) নোয়াব সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংশোধিত নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩-২৭ মে পর্যন্ত ঈদের ছুটি পালন করা হবে। তাই আগামী ২৪-২৮ মে পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশ করা হবে না।

Advertisement

এর আগে চাঁদ দেখা সাপেক্ষে ঈদের ছুটি তিন কিংবা চার দিন হতো।

করোনাভাইরাস সংকটের কারণে সংবাদপত্র ছাপানো ও বিলির কাজে ব্যাঘাত ঘটছে। এরই মধ্যে অনেক পত্রিকা ছাপার কাজ বন্ধ করে শুধু অনলাইন ভার্সন চালাচ্ছে।

এইচএস/এএইচ/পিআর

Advertisement