জাতীয়

করোনা চিকিৎসা দেয়া হবে শুনে ইউনিভার্সেল হাসপাতালে হামলা

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে হামলা ও ভাঙচুর করা হয়েছে।

Advertisement

করোনা চিকিৎসার জন্য অনুমতি পাবার খবরে রাজধানীর মহাখালীতে অবস্থিত ১৫০ শয্যার ওই হাসপাতালের প্রবেশপথের স্থাপনা ভাঙচুর করা হয়, ছিঁড়ে ফেলা হয় সাইনবোর্ড। মঙ্গলবার সকাল ১০টায় এই ঘটনা ঘটে। ওই ঘটনায় বুধবার রাতে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিভার্সেলের কোভিড হাসপাতাল চিকিৎসার জন্য প্রস্তুতের খবরে বাধা দেয় এম ইউ ফ্যাশন ও ক্রিস্ট্রাল অ্যাপারেলস নামের দুটি গার্মেন্টস কারখানার মালিক ও শ্রমিকরা। দেড় শতাধিক লোক হাসপাতালের সামনে এসে রাস্তার যান চলাচল বন্ধ করে দেন। গার্মেন্টস দুটির মালিকের অনুগত লোক হাসপাতালের প্রবেশপথের স্থাপনায় হামলা করেন। ছিড়ে ফেলেন সাইনবোর্ড।

এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় করা জিডিতে চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল স্বাভাবিক চিকিৎসাসেবা দিয়ে আসছিল। পাশাপাশি হাজী শাহাবুদ্দিন কমপ্লেক্সের নিজস্ব নার্সিং কলেজ ভবনে ১৫ দিনের মধ্যে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু করা হয়। একইসঙ্গে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিউ) চালু করাসহ দেড়'শ শয্যার করোনাভাইরাস হাসপাতাল প্রস্তুত করা হয়। হাসপাতাল তৈরির পর আশপাশের কিছু লোক বিশেষ করে ওই ভবনের তিনটি ফ্লোরে এম ইউ ফ্যাশন ও ক্রিস্টাল অ্যাপারেলস নামের দুটি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিক এর বিরোধিতা করে আসছেন। প্রথমে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের নানাবিধ হুমকি দেয়া হয়।

Advertisement

চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী আরও বলেন, করোনায় আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা দেয়ার জন্য হাসপাতাল তৈরি করার পর দুটি গার্মেন্ট কারখানার মালিকের লোকজন হামলা করেছে। কার্যক্রম বন্ধ না হলে তারা আবারও হামলা চালাবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান জাগো নিউজকে বলেন, করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে হামলা ও কার্যক্রম বন্ধের হুমকির অভিযোগ আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

জানা গেছে, বাংলাদেশে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় সরকারের উচ্চপর্যায়ের আহ্বান এবং স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সাড়া দিয়ে বেসরকারি ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল মূল হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখে আইসিডিডিআরবি'র বিপরীতে হাজী শাহাবুদ্দিন ম্যানশনের নিজস্ব নার্সিং কলেজ ভবনে আইসিইউ ও বেডসাইড ডায়ালাইসিস সুবিধাসহ ১৫০ শয্যার একটি স্বয়ংসম্পূর্ণ করোনা হাসপাতাল প্রস্তুত করে।

সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম সুবিধাসহ আইসিইউ বেড, ডায়ালাইসিস ও অন্যান্য আনুসাঙ্গীক সুবিধাদি, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অন্যান্য সংশ্লিষ্ট সরঞ্জামাদি প্রস্তুত করা হয়। চিকিৎসা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়।

Advertisement

জেইউ/জেডএ/এমএস