খেলাধুলা

ওয়ানডে ও টেস্টের জন্য ভারত দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গান্ধী-ম্যান্ডেলা সিরিজের বাকি দুটি ওয়ানডে এবং চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সোমবার সন্দীপ পাতিলের নেতৃত্বে নির্বাচক কমিটি টেস্টের জন্য ১৬ সদস্যের ও ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল বেছে নিয়েছে। শেষ দুটি ওয়ানডেতে চোটের কারণে দলে না থাকলেও টেস্ট দলে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এর আগে দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন তামিলনাড়ুর এই অফ-স্পিনার। অন্যদিকে চোট সারিয়ে টেস্ট দলে ফিরলেন পশ্চিম বঙ্গের উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। চোট ও এক ম্যাচ নির্বাসনের খাঁড়া থাকলেও প্রথম দুটি টেস্টের জন্য দলে রাখা হয়েছে ইশান্ত শর্মাকে। দিল্লির হয়ে রঞ্জি ম্যাচ খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। এছাড়া টেস্ট দলের চমক বলতে রঞ্জিতে ফর্মে থাকা রবীন্দ্র জাডেজার টেস্ট দলে প্রত্যাবর্তন। তবে চোট পুরোপুরি না সারায় দলে নেই পশ্চিম বঙ্গের পেসার মোহাম্মদ শামি। অন্যদিকে শেষ দুটি একদিনের ম্যাচের জন্য উমেশ যাদবের পরিবর্তে দলে এলেন শ্রীনাথ অরবিন্দ। শেষ দুটি ওয়ানডে হবে চেন্নাই এবং মুম্বইতে। পাঁচ ম্যাচের সিরিজে ২-১-এ এগিয়ে রয়েছে প্রোটিয়ারা। ৫ নভেম্বর থেকে মোহালিতে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। ওয়ানডে দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বিরাট কোহলি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, স্টুয়ার্ট বিনি, হরভজন সিং, অক্ষর প্যাটেল, অমিত মিশ্র, গুরকিরৎ মান সিং, ভুবনেশ্বর কুমার, মোহিত শর্মা, এস অরবিন্দ। টেস্ট ম্যাচের দল: অধিনায়ক বিরাট কোহলি (অধিনায়ক) , মুরলী বিজয়, শিখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, লোকেশ রাহুল, রোহিত শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, ইশান্ত শর্মা,রবীন্দ্র জাডেজা, ঋদ্ধিমান সাহা, স্টুয়ার্ট বিনি, অমিত মিশ্র, আশ্বিন ও বরুণ অ্যারন। এমআর/পিআর

Advertisement