ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলার রায় আজ ঘোষণা করা হবে। ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ রায় ঘোষণার দিন ধার্য করেন।এর আগে গত ৪ অক্টোবর এ মামলায় যুক্তিতর্কের শুনানির পর রায় ঘোষণার এ তারিখ ধার্য করেন আদালত। দুদকের পক্ষে আদালত ৪২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর ও রেজাউল করিম রেজা বলেন, খোকা পলাতক থাকায় মামলায় একতরফা সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত, ২০০৭ সালের ৬ ডিসেম্বর সাদেক হোসেন খোকা দুই কোটি ৪৪ লাখ ৮৭ হাজার ৮৬ টাকা সম্পদের হিসাব দাখিল করেন। তদন্তের পর নয় কোটি ৭৬ লাখ ২৮ হাজার ২৬১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৯ কোটি ৬৪ লাখ তিন হাজার ৬০৯ টাকার তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ২ এপ্রিল রমনা থানায় মামলা করে দুদক। ছিল। মামলাটিতে খোকার স্ত্রী ইসমত আরাকেও আসামি করা হয়। এসকেডি/পিআর
Advertisement