আন্তর্জাতিক

করোনায় মৃত্যুর পরও নিরাপদ নয় মরদেহ : আইসিএমআর

মৃতদেহকেও ছাড়ছে না করোনাভাইরাস (কোভিড-১৯)। গবেষণায় দেখা গেছে, যদিও মৃত্যুর পর সময়ের সঙ্গে মরদেহে করোনার ক্ষমতা কিছুটা হ্রাস পায়, তারপরও মরদেহ থেকে সম্পূর্ণ রূপে চলে যায় না। তাই মৃত্যু-পরবর্তীতে দেহকে অসংক্রমিত বলা যাবে না বলছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)। এজন্য করোনায় মৃতদের ময়নাতদন্তের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে সংগঠনটি।

Advertisement

একটি মরদেহে কতদিন পর্যন্ত করোনাভাইরাস বেঁচে থাকতে পারে, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই মঙ্গলবার এই তথ্য জানায় আইসিএমআর। পাশাপাশি করোনায় মৃত্যুর পর ময়নাতদন্তের বিষয়ে একটি নির্দেশিকা প্রকাশ করেছেন তারা।

তবে সেসব রোগীর ক্ষেত্রে করোনা পরীক্ষার রিপোর্ট নেতিবাচক এসেছে, তাদের জন্যও একই নির্দেশনা মানতে বলা হচ্ছে ময়নাতদন্তের ক্ষেত্রে। এর কারণ হিসেবে আইসিএমআর কলছে, দেহে লক্ষণ দেখা দেয়ার কারণেই তাদের করোনা পরীক্ষা করা হয়েছিল। এজন্য তাদের রিপোর্ট নেতিবাচক আসলেও তাদের একেবারে করোনামুক্ত মৃতদেহ হিসেবে বিবেচনা করতে নারাজ আইসিএমআর।

তবে ময়নাতদন্তের ক্ষেত্রে মৃতদেহটিকে ৭০ শতাংশ হাইপোক্লোরাইটের অ্যালকোহল সলিউশন মাখিয়ে রেখে শরীর কাঁটাছেঁড়া করলে তা নিরাপদ কি-না, জানতে চাওয়া হয় সংগঠনটির কাছে। এর উত্তরে আইসিএমআর বলেছে, যেহেতু ভাইরাসটি মানবদেহের অভ্যন্তরীণ মিউকাস এবং ভিসেরাল অঙ্গ থেকে মুক্ত হয়ে বাতাসে অ্যারোসল হিসেবে সংক্রমিত হচ্ছে, তাই এক্ষেত্রে সাবধানতার বিকল্প নেই।

Advertisement

এসআর/জেআইএম