দেশজুড়ে

সিলেটে করোনায় প্রাণ গেল পল্লী চিকিৎসকের

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবুল কাশেম (৪০) নামের এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশনে তিনি মারা যান।

Advertisement

তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মালপাড়া গ্রামে। তিনি গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজারের একটি ভাড়াবাসায় থাকতেন এবং ওই বাজারের পল্লী চিকিৎসক ছিলেন। এছাড়াও আছিরগঞ্জ বাজারে তার একটি ফার্মেসি রয়েছে।

রাতে আবুল কাশেমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহীন।

তিনি বলেন, আবুল কাশেম বুধবার রাত ১০টায় সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। এরপর রাত দেড়টার দিকে খবর আসে তিনি মারা গেছেন। পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের করোনা রোগীর সংস্পর্শে গিয়ে আক্রান্ত হয়েছিলেন।

Advertisement

গত ১৯ মে আবুল কাশেমের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাকে বুধবার (২০ মে) রাত ১০টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে গোলাপগঞ্জ উপজেলায় এ পর্যন্ত মোট ২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন তিনজন। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মারা গেলেন মোট নয়জন।

ছামির মাহমুদ/বিএ

Advertisement