করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারি কোষাগারে নিজের সম্মানির টাকা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশাণের পূজারি আশীষ মহারাজ।
Advertisement
বুধবার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনার কাছে ১০ হাজার টাকা তুলে দেন ওই পূজারি।মুজিব শতবর্ষ উদযাপনের জন্য টাকাগুলো জমিয়েছিলেন তিনি।
পূজারি আশীষ মহারাজ সাংবাদিকদের জানান, সেবাশ্রম কমিটি সম্মানি হিসেবে প্রতিমাসে আড়াই হাজার টাকা দেন তাকে। মুজিব শতবর্ষ উদযাপনের জন্য গত ডিসেম্বর মাস থেকে নিজের সম্মানির টাকা জমাতে থাকেন তিনি।কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে মুজিব শতবর্ষ উদযাপন করতে না পেরে টাকাগুলো মানুষের কল্যাণে ব্যয় করার সিদ্ধান্ত নেন। এজন্য ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারি কোষাগারে জমানো টাকা তুলে দেন পূজারি আশীষ মহারাজ।
ইউএনও তাহমিনা আক্তার রেইনা জানান, বর্তমান পরিস্থিতে পূজারিরও চলতে কষ্ট হচ্ছে। তবুও মানুষের কথা ভেবে নিজের জমানো টাকা সরকারি কোষাগারে দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন তিনি। এ টাকা পূজারির সঙ্গে পরামর্শ করেই মানবিক খাতে ব্যয় করা হবে।
Advertisement
আজিজুল সঞ্চয়/এমএএস/এমআরএম