করোনাভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন হয়েপড়া পরিবহন শ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন।
Advertisement
বুধবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে ২৫০ জন কর্মহীন গণপরিবহন শ্রমিকের মাঝে এসব ঈদ সামগ্রী প্রদান করা হয়।
সদর মেট্রো থানা পুলিশের ওসি মুহাম্মদ আলমগীর ভুঞা জানান, থানার সকল অফিসার ও ফোর্সের বেতন বোনাস থেকে দেয়া অর্থে কর্মহীন পরিবহন শ্রমিকদের জন্য এসব ঈদ উপহার সামগ্রীর ব্যবস্থা করা হয়।
এসবের মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, আলু, তেল, সেমাই, কিসমিস প্রভৃতি। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার শরিফুর রহমান, এডিসি আবু লাইচ মোহাম্মদ ইলিয়াস জিকু, এসি সোহরাব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
Advertisement
আমিনুল ইসলাম/এমএএস/এমআরএম