গত ২৪ ঘণ্টায় বগুড়ায় পুলিশ সদস্য ও কারারক্ষীসহ ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১২ জন। বুধবার (২০ মে) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
Advertisement
তিনি জানান, বুধবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাব থেকে ১৮৮ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়। এর মধ্যে ১৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
আক্রান্তদের মধ্যে শেরপুর উপজেলায় তিনজন, গাবতলী উপজেলায় চারজন এবং বগুড়া সদরের ১০ জন রয়েছেন। শেরপুরে আক্রান্ত তিনজনের মধ্যে শেরপুর থানার এক পুলিশ কনস্টেবল রয়েছেন। বগুড়া সদরে আক্রান্ত ১০ জনের মধ্যে ছয়জন জেলা কারাগারের কারারক্ষী বলে জানিয়েছেন সিভিল সার্জন।
তিনি আরও জানান, এখন পর্যন্ত বগুড়া জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ১১২ জন। এদের মধ্যে ১৪ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৬৮ জন।
Advertisement
আরএআর/এমআরএম