সৌদি আরবে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৯১ জন রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট আক্রান্ত ৬২ হাজার ৫৪৫ জন। একদিনে মৃত্যু হয়েছে ১০ জনের। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩৯ জনের। নতুন করে সুস্থ হয়েছে ১৮৪৪ জন। মোট সুস্থ ৩৩৪৭৮ জন।
Advertisement
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। আক্রান্তদের মধ্যে শীর্ষে রয়েছে দেশটির রাজধানী রিয়াদ; ৮১৫ জন, এরপরে বন্দর নগরী জেদ্দায় ৩১১ জন। এ ছাড়া মক্কায় ৩০৬ জন মদীনা মুনাওয়ারায় ২৩৬ জন, দাম্মামে ১৫৭ জন, হুফোপে ১৪০ জন, দিরিয়াহ ৮৬ জন, কাতিপ ৭১ জন, জুবাইল ৬৩ জন, তায়েপে ৬৩ জন, তাবুক ৪৯ জন, খোবারে ৪২ জন, জাহারানে ৩৪ জন, হাইল ৩৩ জন, বুরাইদা ২৪ জন, শরুরাহ ১৯ জন, হাদা ১৭ জন, আরআর ২৭, জন।
এছাড়া খামিস মুশাইত ১২ জন, আমলাজ ১২ জন, হাজম আল-জালামেদে ১২, উম্মে আল দোম ১০ জন, ওয়াদি আদ্দাওয়াসির ৯, আবহা ৮ জন, বেইশ ৮ জন, মসজমায়াহ ৮ জন, আল কোয়াইয়াহ ৮ জন, আল মাজহামিয়াহ ৭ জন, রাস তান্নুরাহ ৬ জন। এছাড়া আর ও কিছু অঞ্চলে ২-৪-৫ জন আক্রান্ত হয়েছে।
এদিকে দেশটিতে আক্রান্তের সংখ্যা গত দুইদিনে কমলেও আজ কিছুটা বেড়েছে। এ কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় আবার জরুরি নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া প্রবাসীদের নিজ নিজ ঘরে থাকতে বলা হয়েছে। বিশেষ প্রয়োজনে চলাফেরায় দূরত্ব বজায় রাখতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়
Advertisement
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। বর্তমানে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা বাড়তেই আছে। মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৪৬ লাখ। গোটা বিশ্বে ভাইরাসটি সংক্রমিত মৃত্যুর সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন ১৬ লাখ ৪৮ হাজারেরও বেশি মানুষ।
এমআরএম