বিশ্ব পরিসংখ্যান দিবস আজ। জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোতে দ্বিতীয়বারের মতো একযোগে পালিত হচ্ছে দিবসটি। বাংলাদেশেও দিবসটি উদ্যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য `উন্নত পরিসংখ্যান, উন্নত জীবন`।২০১০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ২০ অক্টোবরকে `বিশ্ব পরিসংখ্যান দিবস` হিসেবে ঘোষণা দেয়া হয়। সিদ্ধান্ত হয়, পাঁচ বছর পর পর জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো এ দিবস পালন করবে।এ বছর বিশ্ব পরিসংখ্যান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং বাংলাদেশ পরিসংখ্যান সমিতি সম্মিলিতভাবে কর্মসূচি গ্রহণ করেছে।দিবসটি উপলক্ষে আজ সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনের সামনে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।এ ছাড়া পরিসংখ্যান দিবস উপলক্ষে বিকেল ৩টায় পরিসংখ্যান ভবন মিলনায়তনে একটি জাতীয় সেমিনারের আয়োজন করা হয়েছে।বিএ
Advertisement