ফেনীতে আরও একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (২০ মে) ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
Advertisement
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত কয়েকদিন আগে দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুরে দুর্ঘটনায় একজন দ্বগ্ধ হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় দ্বগ্ধ ব্যক্তির সঙ্গে থাকা সহকর্মীর ১৭ মে নমুনা নিয়ে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার রাতে সেখান থেকে পাঠানো প্রতিবেদনে তার করোনা শনাক্ত হয়।
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম বলেন, আক্রান্ত ব্যক্তিকে হোম আইসোলেশনে রেখে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হবে।
ফেনীতে চিকিৎসকসহ এখন পর্যন্ত ৬৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ফেনী সদরের ২২ জন, ছাগলনাইয়ায় ১৩ জন, দাগভূঞায় ১০ জন, সোনাগাজীতে সাতজন, ফুলগাজীতে চারজন, পরশুরামে ছয়জন ও আরও চারজনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এদের মধ্যে ১২ জন সুস্থ ও দুইজনের মৃত্যু হয়েছে।
Advertisement
রাশেদুল হাসান/এএম/পিআর