করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা শেষে আরও ১৮১ পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন। বুধবার বিকেলে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে ফুলেল শুভেচ্ছায় বিদায় দেয়া হয় তাদের।
Advertisement
রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম সানতু ১৮১ জন পুলিশ সদস্যের সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতাল ত্যাগ করার সময় বরাবরের মতোই করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
আইইডিসিআরের চিকিৎসা প্রটোকল অনুযায়ী, এ ১৮১ পুলিশ সদস্যকে পরপর দুইবার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্টে দুবারই নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।
Advertisement
জেইউ/বিএ