দেশজুড়ে

কুমিল্লায় নতুন করে ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৭২ জন। বুধবার (২০ মে) বিকেলে কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, নতুন করে আক্রান্ত ২০ জনের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার একজন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের একজন, জেলার চান্দিনার দুইজন, লাকসামের দুইজন, ব্রাহ্মণপাড়ার তিনজন, মুরাদনগরের দুইজন, বুড়িচংয়ের পাঁচজন, চৌদ্দগ্রামের একজন, সদর দক্ষিণে একজন ও নাঙ্গলকোটের দুইজন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলার আদর্শ সদরে একজন সুস্থ হয়েছেন।

সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত কুমিল্লা থেকে মোট ৫ হাজার ৭৯৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এর মধ্যে রিপোর্ট এসেছে ৫ হাজার ৪০৬ জনের। এতে করোনা পজিটিভ ফলাফল এসেছে মোট ৩৭২ জনের। এ পর্যন্ত করোনা সংক্রমণে মারা গেছেন মোট ১৪ জন, সুস্থ হয়েছেন মোট ৬২ জন।

কামাল উদ্দিন/আরএআর/এমএস

Advertisement