দেশজুড়ে

বরিশালের প্রত্যন্ত অঞ্চলে গাড়ির মেলা

বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা এলাকায় নিটল মটরস লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে টাটা এইচ গ্রাম মেলা। সোমবার সকাল থেকে রাত পর্যন্ত ধামুরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপি এ মেলা অনুষ্ঠিত হয়। মেলা উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল উজিরপুর-বানরীপাড়ার সংসদ সদস্য অ্যাড. তালুকদার মো. ইউনুস।সভায় প্রধান অতিথির বক্তৃতায় অ্যাড. তালুকদার মো. ইউনুস বলেন, উজিরপুর কৃষিভিত্তিক এলাকা। পরিবহন সমস্যার কারণে এ উপজেলার প্রত্যন্ত এলাকার কৃষকরা তাদের উৎপাদিত ফসল সময় মতো বাজারে নিতে পারছেন না। ফলে তাদের ক্ষতি হচ্ছে। তবে নিটল মটরসের এ উদ্যোগ পরিবহন সমস্যা অনেকটাই দূর করবে। এখন একজন কৃষক ইচ্ছে করলে সহজ কিস্তিতে একটি গাড়ির মালিক হতে পারেন। নিটল মটরসের টাটা এইচ টি-টু মডেলের গাড়ি গ্রামীণ অর্থনীতি এগিয়ে নিতে সাহয্য করবে।বিশেষ অতিথির বক্তব্যে নিটল মটরস লিমিটেডের ব্যবস্থাপক ইদ্রিস সরদার বলেন, টাটা কোম্পানির গাড়ি বাংলাদেশের পরিবহন সেক্টরকে সমৃদ্ধ করেছে। আর প্রত্যন্ত অঞ্চলের আকাবাকা ও উচুনিচু সড়কের কথা মাথায় রেখে টাটা এইচ মডেলের গাড়ি নির্মাণ করা হয়েছে। এতে জ্বালানি খরচ অনেক কম হওয়ায় ৩৬ হাজার গাড়ি এরই মধ্যে বিক্রি হয়েছে।নিটল মটরস লিমিটেডের বরিশাল এরিয়া ম্যানেজার কাইমুল ইসলাম স্বপনের সভাপতিত্বে আয়োজিত সভায় আরো বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম প্রমুখ।মেলার আয়োজক নিটল মটরস লিমিটেডের এসিই ডিভিশনের কর্মকর্তা সাইফুল ইসলাম সুমন জানান, প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কথা ভেবেই এই প্রথমবারের মতো ধামুরা এলাকায় মেলার আয়োজন করা হয়েছে। শুধু প্রচার-প্রচারণা এই মেলার মূল উদ্দেশ্য ছিল না। প্রত্যন্ত এ অঞ্চলের মানুষের সঙ্গে আনন্দ ও বিনোদন ভাগাভাগি করে নেয়া ছিল মূল উদ্দেশ্য।এদিকে মেলাকে কেন্দ্র করে এলাকায় বিরাজ করছিল উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই শতশত দর্শক ও ক্রেতা মেলা পরিদর্শনে এসে মুগ্ধ হন।সকালে মেলার আয়োজকরা শিশুদের জন্য চিত্রাংকন ও কবিতা আবৃতি প্রতিযোগিতার আয়োজন করেন। বড়দের জন্য আয়োজন করা হয় বালিশ খেলার। পরে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সন্ধ্যার পর আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।সাইফ আমীন/বিএ

Advertisement