দেশজুড়ে

সাভার থেকে টাঙ্গাইল গিয়ে করোনায় আক্রান্ত গার্মেন্টসকর্মী

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় সাভারফেরত এক গার্মেন্টসকর্মী (২৭) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৫ জনে।

Advertisement

আক্রান্ত গার্মেন্টসকর্মী নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক নার্সের স্বামী। বুধবার (২০ মে) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মো. ওয়াহীদুজ্জামান বলেন, ১৭ মে পাঠানো ২৪৮ নমুনা থেকে একজনের ফলাফল পজিটিভ এসেছে। টাঙ্গাইল থেকে এ পর্যন্ত ৪১৪০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ৩৪২২ জনের ফলাফল এসেছে নেগেটিভ। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮৫ জনের। মৃতুবরণ করছেন চারজন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। আইসোলেশনে আছেন ১৯ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ১৯৫৩ জন। বুধবার ১১০টি নমুনাসহ মোট ৬২৯টি নমুনার ফলাফল এখন পর্যন্ত পাওয়া যায়নি।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকুনুজ্জামান খান বলেন, বুধবার নতুন করে করোনা আক্রান্ত রোগীর বিষয়টি আইইডিসিআরের রিপোর্ট থেকে নিশ্চিত হয়েছি। এ নিয়ে নাগরপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ জনে। তিনি আশুলিয়ার একটি গার্মেন্টেসে কর্মরত। স্বামীর করোনা শনাক্ত হওয়ায় ওই নার্সের বসবাসরত নাগরপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার লকডাউন করা হয়েছে। আক্রান্তের সংস্পর্শে যারা এসেছেন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

Advertisement

আরিফ উর রহমান টগর/এএম/এমকেএইচ