আফগানিস্তানের একটি মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে বন্দুকধারীরা। কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের কেন্দ্রীয় অঞ্চলের একটি মসজিদে ওই হামলা চালানো হয়েছে।
Advertisement
হামলায় নামাজরত কমপক্ষে ৭ মুসল্লি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন। পারওয়ান প্রদেশের পুলিশ প্রধান হারুন মুবারেজ জানিয়েছেন, মঙ্গলবার মাগরিবের নামাজের সময় মসজিদে হামলা চালায় বন্দুকধারীরা।
মুসল্লিরা ইফতার শেষে মাগরিবের নামাজ আদায় করছিলেন। সে সময়ই ওই হামলা চালানো হয়। ওই পুলিশ কর্মকর্তা এএফপি নিউজকে বলেন, সাতজন নিহত হয়েছে এবং আরও ১২ জন আহত হয়েছে।
হামলা চালিয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বন্দুকধারীরা। তবে ঠিক কতজন বন্দুকধারী ওই হামলা চালিয়েছে তা এখনও পরিষ্কার নয়।
Advertisement
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রনালয় ওই হামলার জন্য তালেবানকে দায়ী করেছে। তবে তালেবান এই হামলার দায় অস্বীকার করেছে। গত সপ্তাহে কাবুলের একটি হাসপাতালে হামলার ঘটনায় সদস্যজাত শিশুসহ ২৪ জন নিহত হয়।
টিটিএন/জেআইএম