রাজনীতি

মুক্তিযুদ্ধের চেতনায় রাজনীতি করতে হবে : ইমরান এইচ

বাংলাদেশে যারা রাজনীতি করবে তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। শনিবার দুপুর ১২টায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে অনুষ্ঠিত আলোচনাসভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।তিনি বলেন, আবারও প্রশ্ন এসেছে শীর্ষ যুদ্ধাপরাধী গোলাম আযম থেকে শুরু করে দেলোয়ার হোসেন সাঈদী যাদের অপরাধ সর্বজন স্বীকৃত সে অপরাধী কিভাবে সর্বোচ্চ শাস্তি না পেয়ে লঘুদণ্ড হয়।ইমরান বলেন, যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত ইসলামীর রাজনীতি এদেশ থেকে কিভাবে বন্ধ করা যায় তার জন্য গণজাগরণ মঞ্চের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বাংলাদেশে রাজনীতি, অর্থনীতি হবে সমাজ চলবে মুক্তিযুদ্ধের চেতনায়। বাংলাদেশে যারা রাজনীতি করবে তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় রাজনীতি করতে হবে। যারা যুদ্ধাপরাধীর পক্ষ অবলম্বন করেছে বা অবলম্বন করবে তাদের রাজনীতি কবর দেওয়া হবে।গণজাগরণ মঞ্চের ছয়দফা দাবির বাস্তবায়ন এবং দেশব্যাপী জামায়াত-শিবিরের পৈশাচিক সাম্প্রদায়িক সন্ত্রাস মোকাবেলায় সারাদেশে গণজাগরণ মঞ্চের জাগরণ যাত্রা করছে গণজাগরণ মঞ্চ।

Advertisement