জাতীয়

শুরু হলো দুর্গাপূজা

কাঁসর ও শঙ্খের শব্দ শিহরণের মধ্যে দিয়ে আজ থেকে শুরু হলো পাঁচ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গোপূজা।সোমবার মহা ষষ্ঠির মধ্য দিয়ে দেবী দুর্গা অধিষ্ঠিত হলেন মণ্ডপে মণ্ডপে। প্রার্থনার মধ্য দিয়ে জাগরিত হয়ে বিশ্ব থেকে অশুভকে বিদায় দেয়ার পণ।এর আগে রোববার ছিল দেবীর বোধন। তবে দুর্গাষষ্ঠীর মধ্য দিয়েই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সারাদেশে এখন বইছে উৎসবের আমেজ। দুর্গতি নাশিনী দেবী দুর্গার আগমনে উচ্ছ্বসিত ভক্তকুল।আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপনে রাজধানীসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।২০ অক্টোবর দেবীর নবপত্রিকা প্রবেশ, সপ্তমী ও মহাসপ্তমী পূজা।২১ অক্টোবর মহাষ্টমী, কুমারী পূজা ও সন্ধিপূজা।২২ অক্টোবর একই দিনে মহানবমী এবং দশমী পূজা। তবে ২৩ অক্টোবরও দশমী পূজা অনুষ্ঠিত হবে। এদিন বিজয়া দশমী-প্রতিমা বিসর্জন। মন্দিরে মন্দিরে মন্ত্র উচ্চারণ আর প্রার্থনার মধ্য দিয়ে বিশ্বের অশুভকে তাড়িয়ে শুভ কামনা করা হবে। সকাল থেকে চণ্ডিপাঠে মুখরিত থাকবে পূজা মণ্ডপ।এসকেডি/পিআর

Advertisement