আন্তর্জাতিক

জার্মানিতে ২০ হাজার ৪০০ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

প্রাণঘাতী কোভিড-১৯ রোগে আক্রান্তদের সেবা দিতে গিয়ে বিশ্বজুড়ে চিকিৎসক, নার্স ছাড়াও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। জার্মানি জানিয়েছে, প্রাদুর্ভাব শুরুর পর দেশটির ২০ হাজার ৪০০ এর বেশি স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হন।

Advertisement

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক অনলাইন প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার জার্মানির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) থেকে ঘোষণা দিয়ে এই তথ্য জানানো হয়েছে। করোনায় আক্রান্ত এসব স্বাস্থ্যকর্মীদের মধ্যে ৬১ জন ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন।

তবে আক্রান্ত অনেক বেশি হলেও মৃত্যুরহার তুলনামূলক কম ও সুস্থ হওয়ার হার অনেক বেশি হওয়ায় বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে জার্মানি। দেশটির জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ রবার্ট কোচ ইনস্টিটিউট জানিয়েছে, আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের মধ্যে আনুমানি ১৯ হাজার ১০০ জন এখন সুস্থ।

জার্মান সরকার কর্তৃক প্রকাশিত তথ্য বলছে, গোটা জার্মানিতে এখন পর্যন্ত যতজন কোভিড-১৯ আক্রান্ত মানুষ শনাক্ত হয়েছেন তাদের মধ্যে ১১ শতাংশই স্বাস্থ্যকর্মী। দেশটির ১ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

Advertisement

তবে আশার খবর জার্মানিতে আক্রান্ত হিসেবে শনাক্তদের মধ্যে ১ লাখ ৫৫ হাজারের বেশি মানুষ এখন সুস্থ। তবে মঙ্গলবার পর্যন্ত ৮ হাজার ১৪৫ জন মারা গেছে। মৃত্যু ও আক্রান্তের দিক দিয়ে দেশটির সবচেয়ে বড় রাজ্য বাভারিয়ার অবস্থা নাজুক। মোট মৃত্যুর ২৯ শতাংশ সেখানে।

এসএ