চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, শেখ হাসিনার কল্যাণে খালেদা জিয়া মুক্তি পেয়ে ঘরে আছেন। মুক্তি পাওয়ার পরে এ করোনা দুর্যোগে তিনি জনগণের জন্য একটি কথাও বলেননি। একটি রিলিফ দিতেও পর্যন্ত বিএনপির কাউকে তেমন দেখা যায়নি। তার দলের নেতাকর্মীদেরকে একটি কর্মসূচি করতেও দেখা যায়নি।বড় বড় জ্ঞান দেয়া খুব সোজা। দুর্যোগ মোকাবেলা করা খুব কঠিন।
Advertisement
মঙ্গলবার দুপুরে মাদারীপুরের শিবচর পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটরিয়ামে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী এসব কথা বলেন।
এর আগে চিফ হুইপ উপজেলার দত্তপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য ও গণপরিষদের প্রাক্তণ সদস্য মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদাভাই)-এর ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাতে অংশ নেন।
এদিন তিনি শিবচর প্রেসক্লাবকে ১০ লাখ টাকার এফডিআরের চেক প্রদান করেন। চিফ হুইপের কাছ থেকে দশ লাখ টাকার চেক গ্রহণ করেন শিবচর প্রেসক্লাবের সভাপতি এ কে এম নাসিরুল হক ও সাধারণ সম্পাদক প্রদ্যুত কুমার সরকার।
Advertisement
এছাড়াও প্রধানমন্ত্রীর তহবিল থেকে উপজেলার ৩৬টি কওমী মাদরাসার প্রত্যেককে ১০ হাজার টাকার চেক, উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১৮ জন দপ্তরি ও নৈশ প্রহরীদের মাঝে চালসহ খাবার সহায়তা প্রদান, ৯০ জন মায়েদের প্রত্যেককে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা ভাতা বাবদ ৯ হাজার টাকার চেক প্রদান করা হয়।
পরে পাঁচ্চর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম লিয়াকত ঢালীর কবর জিয়ারত করে তার শোকার্ত পরিবারকে সান্ত্বনা দেন তিনি। এসময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান মো. সামসুদ্দিন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
একে এম নাসিরুল হক/এমএএস/পিআর
Advertisement