করোনাভাইরাসে আক্রান্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নার্সদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
Advertisement
মঙ্গলবার (১৯ মে) বিকেল সোয়া ৩টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের কাছে ফোন করে নার্সদের খোঁজখবর নেন তিনি।
মুঠোফোনে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, নার্সরা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখযোদ্ধা হিসেবে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। রোগীদের সেবা দিতে গিয়ে তারা নিজেরাই আক্রান্ত হচ্ছেন। নিজেদের জীবনের মায়া ত্যাগ করে তারা যেভাবে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তা মানুষ সারাজীবন মনে রাখবে।
আক্রান্ত নার্সদের চিকিৎসার খোঁজখবর নেয়ার পাশাপাশি নার্সদের নিরাপত্তায় সবধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী। কঠিন এই সময়ে তিনি নার্সদের দৃঢ় মনোবল নিয়ে সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
Advertisement
নার্সদের খোঁজখবর নেয়ায় পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।
তারা বলেন, পররাষ্ট্রমন্ত্রীর আন্তরিকতা ও নার্সদের নিরাপত্তা নিশ্চিতে তার দেয়া আশ্বাসে সিলেটের নার্সরা উজ্জীবিত হয়েছেন। সিলেটের নার্সরা আরও মনোবল নিয়ে কাজ করার অনুপ্রেরণা পেয়েছেন।
ছামির মাহমুদ/এএম/পিআর
Advertisement