দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় কর্মহীন ও হতদরিদ্রদের মানবিক সহায়তা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১৭০ কর্মহীন ও হতদরিদ্র পরিবারকে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ দেয়া হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৯ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আজাদের উদ্যোগে নবীনগর উপজেলার বড়াইল ও বিদ্যাকুট ইউনিয়নের বিভিন্ন গ্রামের কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে এ মানবিক সহায়তা দেয়া হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, সুজি ও চিনি। এছাড়া উপকারভোগী প্রতিটি পরিবারকে নগদ অর্থ সহায়তা হিসেবে ৫০০ টাকা করে দেয়া হয়েছে।

এ উপলক্ষে স্থানীয় আবদুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম।

Advertisement

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকার রামপুরা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলম, নবীনগর উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও বড়াইল ইউনিয়ন যুবলীগের সভাপতি মনির হোসেন প্রমুখ।

জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আজাদ বলেন, আমার নির্বাচনী এলাকার সাত ইউনিয়নের ৭০০ কর্মহীন ও হতদরিদ্র পরিবাকে মানবিক সহায়তা দেয়ার উদ্যোগ নিয়েছি। এরই অংশ হিসেবে প্রথম ধাপে ১৭০ পরিবারকে সহায়তা দেয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি পরিবারগুলোর কাছেও সহায়তা পৌঁছে দেয়া হবে।

আজিজুল সঞ্চয়/এএম/এমএস

Advertisement