কিশোরগঞ্জের ভৈরবে উপসর্গ নিয়ে মারা যাওয়া মাছ ব্যবসায়ী অমিও দাস (৫২) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার (১৯) ওই ব্যবসায়ীসহ ৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে ভৈরবে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭১ জন। এর মধ্যে ৪৬ জন সুস্থ হয়েছেন আর মারা গেছেন একজন।
Advertisement
গত শুক্রবার (১৫ মে) রাত ১০টার দিকে অমিও দাস কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাসা শহরের চন্ডিবের এলাকায়। এর আগের দিন বৃহস্পতিবার করোনার উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। পাঁচদিন পর তার করোনা পজিটিভ রিপোর্ট এলো।
ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, মারা যাওয়া অমিও দাস করোনায় আক্রান্ত ছিলেন। মঙ্গলবার উপজেলার ৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তার মধ্য অমিও দাস রয়েছেন।
তিনি আরও জানান, ভৈরব থেকে এ পর্যন্ত ৭৩৫ জনের নমুনা করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ৬৬৪ জনের রিপোর্ট এসেছে। এদের মধ্যে ৭১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
Advertisement
আসাদুজ্জামান ফারুক/আরএআর/এমএস