সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সাবেক প্রধান ও পাঁচ সিনিয়র নার্সসহ আরও ১২ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মঙ্গলবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ছাড়পত্র দেয়।
Advertisement
যারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তারা হলেন- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সাবেক প্রধান ডা. দিলীপ কুমার ভৌমিক, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স শিউলি সুলতানা, শিরিন আক্তার, সাথী রানী বিশ্বাস, রুমানা বেগম ও আরতী রানী নাথ।
এছাড়া আব্দুর রাজ্জাক, রিয়াজ উদ্দিন, হাসান মিয়া, জীবন দাস, জামাল মিয়া এবং সিরাজুল ইসলাম সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দুপুরে তাদের বাড়ি পাঠানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের অধীক্ষক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুছুর রহমান, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জনমেজয় দত্ত।
Advertisement
ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুছুর রহমান বলেন, আমাদের চিকিৎসকরা অসুস্থদের দ্রুত সারিয়ে তুলতে নিরবচ্ছিন্নভাবে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারি করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে ৮ মার্চ। সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে ৫ এপ্রিল। সিলেট বিভাগের প্রথম রোগী হিসেবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মঈন উদ্দিন শনাক্ত হন। ১৫ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মঙ্গলবার (১৯ মে) বিকেল ৩টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৪৩২ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৬৫ জন, সুনামগঞ্জে ৭৫, হবিগঞ্জে ১৩১ ও মৌলভীবাজারে ৬১ জন।
সিলেট বিভাগে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৮ জন, সুনামগঞ্জে ৪১, হবিগঞ্জে ৫২ জন এবং মৌলভীবাজার জেলায় সাতজন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেছেন সাতজন। এর মধ্যে সিলেট জেলায় চারজন, হবিগঞ্জে একজন ও মৌলভীবাজারে দুইজন। তবে সুনামগঞ্জে এখন পর্যন্ত করোনায় কেউ মারা যাননি। বিভাগে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৫৬ জন করোনা রোগী।
Advertisement
ছামির মাহমুদ/এএম/পিআর