জাতীয়

করোনায় উপকূলীয়দের পাশে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও এমআরডিআই

দেশে দারিদ্র্য বিমোচন, সমাজ উন্নয়নসহ যেকোনো দুর্যোগময় ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় ব্যবসায়ী সমাজ উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। ব্যবসায়ীদের সামাজিক দায়বদ্ধতা তহবিলের সঠিক ব্যবহার সরকারি কার্যক্রমের পাশাপাশি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। ভোলার চরফ্যাশন উপজেলাধীন চর কুকরি মুকরি ইউনিয়নের চর পাতিলা ও শাহবাজপুরে করোনায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।

Advertisement

চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, চর কুকরি মুকরি ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল হাসেম মহাজন এবং উন্নয়ন ধারা ট্রাস্টের পরিচালক মনির আহমেদ শুভ্রের উপস্থিতিতে শরীফপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থী, চর পাতিলা স্বাস্থ্যসেবা ও নারী উন্নয়ন কেন্দ্রের সব সদস্য এবং শাহবাজপুর গ্রামের ১০০টি প্রান্তিক পরিবারসহ মোট ৫১০ পরিবারের মাঝে দুই হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়।

দেশে বিদ্যমান করোনা সংক্রমণের প্রভাবে অন্যান্য এলাকার মতোই ক্ষতিগ্রস্ত চর কুকরি মুকরির এই গ্রাম দুটি। এ পরিস্থিতিতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) তার সামাজিক দায়বদ্ধতা তহবিলের আওতায় এমআরডিআই-এর অংশীদারীত্বে এই কার্যক্রম গ্রহণ করে।

এ উপলক্ষে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান একটি বার্তায় বলেন, উন্নয়ন কার্যক্রমকে ব্যবসায়ীর সামাজিক দায়বদ্ধতা উদ্যোগের মাধ্যমে টেকসই করাই আমাদের লক্ষ্য। করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত। আমাদের এই কার্যক্রম ভবিষতেও অব্যাহত থাকবে।

Advertisement

এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুব রহমান তার বার্তায় বলেন, ব্যবসায়ীর সামাজিক দায়বদ্ধতা তহবিলের সমন্বিত ব্যবহার করোনা দুর্যোগ মোকাবিলায় বিশেষ অবদান রাখতে পারে, যা সরকারের কার্যক্রমের সম্পূরক ও পরিপূরক হিসেবে ভূমিকা রাখবে। এ বিষয়ে তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।

নগদ অর্থ বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি কার্যক্রমের পাশাপাশি ব্যবসায়ীদের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম সহায়ক ভূমিকা রেখে চলেছে, যার একটি উজ্জল দৃষ্টান্ত এমটিবির এই উদ্যোগ।

চর কুকরি মুকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম মহাজন বলেন, করোনার প্রভাবে লোকালয় থেকে বিচ্ছিন্ন এই গ্রামের মানুষেরা সম্পূর্ণরূপে বেকার হয়ে পড়ায় দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করতে পারছে না। এই সময়ে সরকারের পাশাপাশি এমটিবির পক্ষ থেকে প্রদেয় অর্থ সহায়তা তাদের মধ্যে আরও স্বস্তি নিয়ে আসবে।

উন্নয়ন ধারা ট্রাস্টের পরিচালক মনির আহমেদ শুভ্র এ উদ্যোগের জন্য এমটিবি ও এমআরডিআই-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষতেও এই এলাকার মানুষের উন্নয়নে সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Advertisement

মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত চর পাতিলা গ্রামের জনগণ উন্নয়নের যাবতীয় সুযোগ এবং সেবা থেকে বঞ্চিত। গ্রামের অর্ধেক মানুষ ভূমিহীন, ৬০ শতাংশের বেশি অতি দরিদ্র, শতকরা ৮০ জন নিরক্ষর এবং ৬০ ভাগের বেশি পেশায় মৎস্যজীবী। প্রায় এক দশক ধরে প্রত্যন্ত এই গ্রামের মানুষের উন্নয়নে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় এমআরডিআই উন্নয়ন ধারা ট্রাস্টের সহযোগিতায় নানা উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

জেডএ/এমএস