আইডিয়া সমাজকল্যাণ সংস্থা ও আইডিয়া পিঠা পার্কের উদ্যোগে যশোরের একটি মসজিদে জীবাণুনাশক বুথ স্থাপন করা হয়েছে।
Advertisement
করোনাভাইরাস মোকাবিলায় মসজিদে আসা মুসল্লিদের সুরক্ষায় শহরের খড়কি পীরবাড়ি সংলগ্ন ‘মসজিদে আম্মার’-এ এই জীবাণুনাশক বুথ স্থাপন করা হয়। স্থানীয় পদ্ধিতিতে তৈরি এটিই প্রথম যশোরের কোনো মসজিদে জীবাণুনাশক বুথ।
আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক হামিদুল হক বলেন, করোনা পরিস্থিতির কারণে কর্মহীন কয়েকশ পরিবারকে নিয়মিত খাদ্য সুবিধা দিয়ে আসছে আইডিয়া সমাজকল্যাণ সংস্থা। দেড় মাসের অধিক সময় ধরে তালিকা তৈরি করে ওই পরিবারগুলোকে নিয়মিত খাদ্য সহযোগিতা দেয়া হয়। এরই মাঝে শর্তসাপেক্ষে মসজিদে জামাতে নামাজ আদায় সবার জন্য উন্মুক্ত করা হলে জীবাণুনাশক বুথের চিন্তা করি আমরা।
তিনি বলেন, চিন্তা অনুযায়ী স্থানীয় প্রযুক্তিতে আইডিয়া স্বেচ্ছাসেবকরা সব কাজ সম্পন্ন করে জীবাণুনাশক বুথ উন্মুক্ত করে দেন। বুথটির কার্যক্রম উদ্বোধন করেন খড়কি পীরবাড়ির পীর কামরুল ইসলাম।
Advertisement
এ সময় উপস্থিত ছিলেন আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক হামিদুল হক, সাবেক অধ্যাপক (বাংলা) মুস্তাফিজুর রহমান, আইডিয়া স্বেচ্ছাসেবক হারুন আর রশিদ, আবুজার রহমান ও ইমরান হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জনতে চাইলে আইডিয়ার পক্ষ থেকে বলা হয়, করোনা পরিস্থিতিতে ধর্মপ্রাণ মুসল্লিদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে এই বুথ স্থাপন করা হয়। সম্পূর্ণ স্থানীয় প্রযুক্তিতে তৈরি বুথটি স্থাপনে খরচ হয়েছে মাত্র ২০ হাজার টাকা। তাই সবাই উদ্যোগী হলে এটি সব মসজিদে এবং জনসমাগমস্থলে স্থাপন করা সম্ভব।
মিলন রহমান/এএম/এমকেএইচ
Advertisement