টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় করোনাভাইরাস থেকে মুক্তি আর দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টার দিকে ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টাঙ্গাইল-২ আসনের এমপি তানভীর হাসান ছোট মনিরের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে এ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে মসজিদের ইমামসহ স্থানীয় মুসল্লিরা অংশ নেন।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ আসনের এমপি তানভীর হাসান ছোট মনির। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূঞাপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুদুল হক মাসুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ভোলা।
করোনাভাইরাসের মহামারি থেকে মুক্তি আর দেশের কল্যাণে মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি ও ভূঞাপুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি শহিদুল ইসলাম।
Advertisement
আরিফ উর রহমান টগর/এএম/এমকেএইচ