ঈদের নামে শপিং করা থেকে সতর্ক থাকুন। যেন এটাই জীবনের শেষ শপিং না হয়। এমন মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। মঙ্গলবার (১৯ মে) দুপুরে রাজারবাগে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আসন্ন ঈদুল ফিতর ও করোনা মহামারিতে আইন-শৃঙ্খলা বিষয়ে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
Advertisement
আইজিপি বেনজীর আহমেদ বলেন, শপিংমল ও শপিং সেন্টারগুলো খোলা হয়েছে। আমরা মার্কেট সমিতির সঙ্গে কথা বলেছি, এসকল বিষয়ে সরকার নির্দেশ জারি করেছে, যাতে করে মার্কেটগুলোতে শপিং নিরাপদ হয়। আমরা শপিংয়ে একটি কথা উচ্চারণ করছি, 'স্বাস্থ্যবিধি ও সুরক্ষাবিধি যেগুলো আছে, সেগুলো অবশ্যই আমাদের মেনে চলতে হবে।
আইজিপি বলেন, এক্ষেত্রে মার্কেট সমিতি, সেলস পারসন, ক্রেতা, বিক্রেতা সবাইকে মানতে হবে। শপিং করতে চাইলে স্বাস্থ্যবিধি মেনেই করতে হবে। ৫ দোকান দেখে ১০ দোকান দেখার পর এক দোকানে শপিং করার আমাদের একটা কালচার আছে। এবার সেটাকে পরিহার করতে হবে।শপিংয়ের বেলায় আপনারা সতর্ক থাকবেন, যেন এটাই আপনার জীবনের শেষ শপিং না হয়।
বেনজীর আহমেদ আরও বলেন, করোনায় মৃত্যু হচ্ছে, কিন্তু এটা কোনো জুজুর ভয় নয়। এটা কিন্তু রিয়েল ফ্যাক্ট। তাই যে স্বাস্থ্যবিধির কথা বলা হয়েছে। সেটা বিক্রেতা-ক্রেতা উভয়ই মেনে চলবেন। আমরা যদি এগুলো মেনে চলি, আমাদের দৃঢ় বিশ্বাস বৈশ্বিক এই দুর্যোগ থেকে জাতিকে দেশকে জনগণকে তুলনামূলকভাবে রক্ষা করতে পারবো।
Advertisement
শর্তসাপেক্ষে ১০ মে থেকে দোকান ও শপিংমল খোলার অনুমতি দেয়া হয়েছে। তবে অনেক জায়গাতেই ভিড়ের কারণে শেষ পর্যন্ত মার্কেট বন্ধ করে দেয়া হয়েছে।
জেইউ/এনএফ/পিআর